রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা
রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪
খাগড়াছড়িতে মিঠুন চাকমার অন্যতম খুনি রাপ্রু মারমাকে ভিন্ন এক হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪) সকালে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে পুলিশ তাকে মিঠুন চাকমার হত্যার ঘটনায় গ্রেফতার না দেখিয়ে একটি ক্লু-লেস হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে। যেটি গত বছরের ১১ নভেম্বর খাগড়াছড়ি পৌরসভার স্বপ্ন মোহন কার্বারি পাড়া এলাকায় ঘটেছে বলে জানা গেছে। সে ঘটনায় সুজন্ত ত্রিপুরা নামে একজনকে হত্যা করা হয়।
যদিও মিঠুন চাকমা হত্যার ঘটনায় আদালতে দায়েকৃত মামলায় আসামির তালিকায় রাপ্রু মারমার নাম রয়েছে।
কিন্তু কী কারণে পুলিশ মিঠুন চাকমা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায়নি তা বোধগম্য নয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের ভাষ্য অনুযায়ী, ভিকটিম সুজন্ত ত্রিপুরা ও রাপ্রু মারমা দুজনই মাদকসেবী এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের বেশ কিছুদিন পূর্বে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরেই রাপ্রু মারমা সুজন্ত ত্রিপুরাকে হত্যা করে।
তিনি গ্রেফতারের পর আসামি রাপ্রু মারমাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালের ৩ জানুয়ারি খাগড়াছড়ি সদরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাসার প্রবেশ গেটের সামনে থেকে সেনাবাহিনীর সৃষ্ট ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ) সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মিঠুন চাকমাকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এই ঘটনায় জড়িত খুনিদের মধ্যে রাপ্রু মারমার অন্যতম একজন বলে জানা যায়।
উক্ত হত্যাকাণ্ডে আদালতে দায়েরকৃত মামলায় আসামির তালিকায় রাপ্রু মারমার নাম উল্লেখ রয়েছে।
কিন্তু দীর্ঘ ৬ বছরেও পুলিশ মিঠুন চাকমার হত্যার ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করেনি। উপরন্তু খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে খুন-গুম-অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালোনো হচ্ছে।