মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট থানার উদয়পুর গরুর হাটের পাকা রাস্তার উপর থেকে ৪ (ফেব্রুয়ারি) -২৪, রাত আনুমানিক ৮:২৫ মিনিটের সময়, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি ও নিজ হেফাজতে রাখার অপরাধে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এস.এম. আশরাফুল আলম এর নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম, আসামি নূর ইসলাম শিকদার, পিতা- মৃত. সাহেব আলী শিকদার, গ্রাম গাড়ফা (পশ্চিমপাড়া), মোল্লাহাট , বাগেরহাট, নামে এক ব্যক্তিকে ২১ পিচ ইয়াবাসহ আটক করেছে। উক্ত আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ এস.এম. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং চলবে। কোন প্রকার মাদক সেবন/কারবারি রেহাই পাবে না।