ঢাকাMonday , 5 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • স্ত্রী হত্যায় পলাতক স্বামী গ্রেফতার

    দেশ চ্যানেল
    February 5, 2024 3:44 pm
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

    নারায়ণগঞ্জ ফতুল্লায় শ্বাসরুদ্ধ করে স্ত্রী তাসনিম(২১)কে হত্যার পরে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়া স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।সোমবার(৫ই ফেব্রুয়ারি)ফতুল্লার কুতুবআইল এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।এর পূর্বে-ফতুল্লা মডেল থানায় নিহতের বাবা সায়েদ মিয়া একটি হত্যা মামলা দায়ের করেছেন।গ্রেফতারকৃত স্বামী এই চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামী।গ্রেফতারকৃত স্বামীর নাম শাওন ওরফে ফরহাদ(২৪)।সে পটুয়াখালী বাউফলের কালাইয়া কমলা দিঘীর পশ্চিম পাড় এলাকার মোঃফরিদ গাজীর ছেলে।র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার(এএসপি)সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-গত ১লা ফেব্রুয়ারি আনুমানিক সন্ধ্যা৭:৩০ মিনিটের দিকে নিহত ভিকটিম তাসনিমকে নিয়ে ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগে আসেন।জানা যায়-বিগত ২-৩ দিন পূর্বে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফতুল্লার মাসদাইর এলাকায় অবস্থিত আমানা গার্মেন্টসে কাজ করতেন।ওই গার্মেন্টসের পাশেই একটি বাড়িতে তারা দুজনে মিলে ভাড়া থাকতেন।শাকিল ওরফে শাওন নিথর অবস্থায় তাসনিমকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান।তখন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এরপর কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান শাওন।চিকিৎসকের ধারণা-তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।তাৎক্ষণিক খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিলো অভিযুক্ত স্বামী।র‌্যাব জানায়-র‌্যাব-১১ এর গোয়েন্দা টিম যথাযথ গুরুত্বের সাথে তার অবস্থান সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করেন।পরবর্তীতে আসামী শাওন ওরফে ফরহাদকে ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।আইনগত কার্যক্রমের জন্যে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয় তাকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST