সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সদস্য ফজলে ইমাম সুমন ,পরিচালনা পর্ষদ সদস্য সাইফুল মেম্বার, সুবোধ সুত্রধর,মোঃ ওবায়েদ উল্লাহ সহ সকল শিক্ষক মন্ডলী।
সহকারী শিক্ষক মোঃ ফখরুজ্জামানের সঞ্চালনায়
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলহাজ্ব আতিকুর রহমান বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন স্বনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞাস ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।