হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা ।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো: খায়রুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক খায়রুল কে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। সে রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মো: সিরাজুল ইসলামের ছেলে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) রামপাল উপজেলার কাপাসডাঙ্গা বাজারে ব্রীজের উপর রামপাল থানা অফিসার ইনচার্জ সোমেন দাস এর তত্বাবধানে এস আই নাসির উদ্দিন সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। এ সময় খায়রুল কে ১০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক আইনে মামলা রুজুর পর আটক খায়রুলকে বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।