মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার মিরাকান্দা – সলিথা রাস্তার জায়গা দখল করে পাকা দোকান ঘর উত্তোলন কাজ চলমান থাকায় প্রশাসনের কাছে সাবেক পৌর কাউন্সিলর ওবাদুর মাতুব্বর লিখিত অভিযোগ করেন।
সাবেক কমিশনার বলেন এই সম্পত্তি ৩৫ বছর আগে একওয়ার করে নেয় সড়ক বিভাগ। রাস্তার জায়গা দখল করে মোশাররফ হোসেন পিতা – আব্দুর রশিদ মিয়া দোকান ঘর উত্তোলন করছে। জনস্বার্থে আমি গত ২৯ জানুয়ারী ২০২৪ তারিখে ইউএনও বরাবর লিখিতভাবে অভিযোগ করেছি কিন্তু প্রশাসনিক ভাবে এর কোন ব্যবস্হা না নেওয়ার কারনে দোকান ঘর উত্তোলন কাজ চলছে। স্হানীয় লোকজন বলেন সরকারি রাস্তার জায়গা দখল করে মোশাররফ দোকান ঘর উত্তোলন করছে।
মোশারফ হোসেন বলেন আমাদের জমি রাস্তার জন্য একওয়ার করে নেয় সড়ক বিভাগ। এর বিনিময় সড়ক বিভাগ টাকাও দেয় দুই কিস্তি । জমির দক্ষিন পাশে ৫০ ফুট থাকলেও সেখানে ৩৮ ফুট রাস্তার জন্য একওয়ার করে নেয় এবং অবশিষ্ট ১২ ফুট সম্পত্তি রাস্তার পাশে থাকায় দোকান ঘর উত্তোলন করছি।তিনি কাগজপত্রের বিষয়ে উক্ত জমির অস্পষ্ট একটি বি,এস পর্চার ফটোকপি দেখান তাহাতে দেখা যায়
৬২৪ খতিয়ানের ১৫৬ নং গাং জগদিয়া মৌজার ১০৭৬ দাগে মাটিয়াল,১০৭৯ নং দাগে ভিটা,১০৮০ নং দাগের সম্পত্তি মাটিয়াল বর্তমান বি,এস মালিক মোশাররফ হোসেন পিতা- আব্দুর রশিদ মিয়া ও সিদ্দিকুর রহমান পিতা- আমজেদ মিয়া সাং নিজ। তাতে জমির পরিমাণ ০,৩১ শতাংশ।
উক্ত দাগে আরও বেশি জমি ছিল।
স্হানীয় লোকজন বলেন মোশারফ হোসেন তার সম্পত্তি সব রাস্তার কাজে বিক্রি করে দেন। সব সম্পত্তি একওয়ার করে নিয়ে গেছে। এছাড়া সেই বিক্রি করা সরকারি রাস্তার জায়গায় পাকা দোকান ঘর উত্তোলন করছে।
এবিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বলেন অভিযোগ দিয়ে গেছে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।