ঢাকাSaturday , 10 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পঞ্চগড়ে যৌতুকের মামলায় সংবাদকর্মী পলাতক

    দেশ চ্যানেল
    February 10, 2024 10:59 am
    Link Copied!

    পঞ্চগড় জেলা প্রতিনিধি

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় যৌতুকের দাবীতে মারপিট,হত্যার চেষ্টা ও জখম করার অভিযোগ তুলে স্ত্রী তহমিনা বেগমের করা মামলায় সংবাদকর্মী স্বামী আব্দুস সালাম মোর্শেদীকে দশদিনেও আটক করতে পারেনি পুলিশ।এদিকে ওই মামলার দুই আসামি আদালত থেকে জামিনে বের হয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে।এতে করে নিরাপত্তাহীনতায় রয়েছে বাদীসহ তার পরিবার।বিজ্ঞ আদালতে গত ২৮ জানুয়ারী আব্দুস সালাম মোর্শেদীসহ পাঁচজনকে বিবাদী করে মামলার আবেদন করলে, বিচারক আমলে নিয়ে মামলা রুজুর জন্য আটোয়ারী থানায় প্রেরন করে। পহেলা ফেব্রুয়ারি মামলা রুজু করা হলেও ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কোন আসামি ধরতে পারেনি থানা পুলিশ।

    জানা যায়,আব্দুস সালাম মোর্শেদী দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আটোয়ারী উপজেলা প্রতিনিধি।স্থানীয়রা জানান,সালাম একজন স্কুল পড়ুয়া নাবালক মেয়েকে নিয়ে ভাগিয়ে যায়।এবিষয়ে ওই মেয়ের বাবা থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।

    মামলা সূত্রে জানা যায়,গত কয়েক বছর আগে তোড়িয়া ডুহাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের মেয়ে তহমিনা বেগমের সাথে একই উপজেলার তোড়িয়া কালিবাড়ী এলাকার মইনুল হকের ছেলে আব্দুস সালাম মোর্শেদীর সাথে সাড়ে ৫ লাখ টাকা দেনমোহর করে ইসলামি শরা শরিয়ত মোতাবেক বিয়ে হয়।পরে ঘর সংসার করিতে থাকিলে শ্বাশুড়ি ও শ্বশুড়ের কুপরামর্শে ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে প্রায় সময় ধরে মারপিট ও নির্যাতন করে বাদীকে। এনিয়ে স্থানীয় ভাবে আপোষ করে বাড়িতেও নিয়ে যায় বিবাদীরা।সম্প্রতি ২৫ জানুয়ারী যৌতুকের দাবীতে বাদীকে আবারও মারপিট করে, এতে বাদীর মাথায় হাড়কাটা জখম হয়।পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাদী বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।এ মামলায় পুলিশ দশ দিনেও কোন আসামি গ্রেফতার করতে পারেনি।এদিকে গত বৃহস্পতিবার সালেহা খাতুন ও মঞ্জু বেগম নামের দুইজন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

    মামলার বাদী তহমিনা বেগম বলেন,বিষয়টি থানায় অভিযোগ করেছি কিন্তু তারা আমাদের কয়েকদিন ঘুরিয়ে বলে আপনারা আদালতে মামলা করেন।পরে আদালতে মামলা করেছি।মামলা রুজুর দশ দিন হল, এখন পুলিশ আসামি ধরেনা।আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে।

    এবিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো.সোয়েল রানা জানান,মামলা রুজু করা হয়েছে।তবে আসামী আটকের বিষয়টি জানতে চাইলে ফোনটি কেটে দেন তিনি।

     

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST