রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
তিন দিনের সফরে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি সাজেকে পৌঁছায়।
রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে সাজেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সফরকে ঘিরে সাজেকে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তাব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকালে সাজেকে নিরাপত্তা জোরদার থাকবে। তবে ওই পর্যটনকেন্দ্রের কটেজ, রিসোর্ট, হোটেল, মোটেল কোনোটাই বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি। তাই সবকিছু স্বাভাবিক ও খোলা থাকবে।’
সাজেকে রাষ্ট্রপতির এ সফরসূচি ভ্রমণের উদ্দেশে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবকাশ যাপনের জন্য গত বছর ২০-২২ ডিসেম্বর সাজেকে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।