ঢাকাSaturday , 10 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

বগুড়া শেরপুরে দুর্ধর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ফেন্সিডিল উদ্ধার

দেশ চ্যানেল
February 10, 2024 4:39 pm
Link Copied!

আব্দুল গাফ্ফার
শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই দুর্ধর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক (পিকআপ) ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (১০ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার রানীনগর উপজেলার পার নওগাঁ খলিফাপাড়া বউ বাজার এলাকার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩১) ও চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামের খাকর উদ্দিনের ছেলে বদিউর রহমান ওরফে কামরুল (৩৭)।শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বগুড়া শহর থেকে ওই দুই মাদক কারবারি একটি নীল রংয়ের পিকআপে (ঢাকা মেট্রো-ন-২০-৮২৮৫) আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। গোপনে বিষয়টি জানতে পেরে মহাসড়কের ধনকুণ্ডি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নীল রংয়ের ওই পিকআপটি আসলে দাঁড়ানোর জন্য সংকেত দেওয়া হয়। এসময় ট্রাকটি বন্ধ করে তারা পালানোর চেষ্টা চালায়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে পিকআপে বিশেষ কায়দায় রাখা একশ’ বোতল ফেন্সিডিল রয়েছে বলে স্বীকার করে। এরপর ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি রেজাউল করিম আরো বলেন, গ্রেপ্তারকৃতরা দুর্ধর্ষ মাদক কারবারি। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরের পর বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST