মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিন ব্যাপী ৪৩ তম বার্ষিক এীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ সোমবার সমাপ্ত হয়েছে। বাগেরহাট সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ৭০টি ইভেন্টে মোট চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
পড়ন্ত বিকালে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যালযের প্রধান শিক্ষক সুসান্ত কুমার রায়(ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) আব্দুল জব্বার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করেন। এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এম, সায়েদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস,এম, মোর্শেদ, বিশিষ্ট্য শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্রনাথ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সহকারী (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম, শিক্ষক অরুণ কুমার রায় মোঃ নূর ইসলাম, উদয় কুমার গাঙ্গুলী, মোঃআক্তারুজ্জামান, শিক্ষিকা তহমিনা বেগম মিনু, রেজওয়ানা মালেক, অনামিকা হালদার, শিক্ষক কালিদাস সাহা, দীপঙ্কর চক্রবর্তী, শিক্ষিকা পপি মিত্র, ফারহানা পারভীন রেখা, রেনা চৌধুরী, অর্চনা সরকার, পলি সাহা, দোলন চাপা হালদার, শিক্ষক মোর্শেদুল হক। বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করেন মির্জা আলি আহম্মেদ।