ঢাকাTuesday , 13 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

মানিকগঞ্জে ভুট্টার বাম্পার ফলনে চাষীদের মখে হাঁসি!

দেশ চ্যানেল
February 13, 2024 5:00 pm
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.

মানিকগঞ্জ জেলার আবহাওয়া অনুকূলে থাকায় আর সঠিক পরিচর্যার কারণে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। এ বছর লক্ষ্য মাত্রার চেয়ে ভুট্টার আবাদও বেশি হয়েছে বলে জানায় ভুট্টা চাষিরা। অল্প কিছুদিনের মধ্যে উৎপাদিত এসব ভুট্টা বাজারে বিক্রি শুরু হবে। গত বছরের তুলনায় এ বছর বাজার দর ভালো হবে বলে আশায় বুক বেঁধেছেন ভুট্টা চাষীরা।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রতিটি উপজেলাতেই ভুট্টার চাষ হয়েছে।চলতি মৌসুমে প্রতি বিঘা জমিতে প্রায় ৩৫ থেকে ৪০ মণ ভুট্টা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার দর ভালো থাকলে উৎপাদন খরচের প্রায় দ্বিগুণ লাভের আশা করছেন চাষীরা।

সদর উপজেলার মকিমপুর গ্রামের তরুণ চাষী সাদেক মিয়া বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে এ বছর ভুট্টার আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে সাত থেকে আট হাজার টাকা খরচ হয়েছে।কয়েক দিন পর বাজারে ভুট্টা বিক্রির উপয়োগী হয়ে যাবে। বাজার দর ভালো হলে দ্বিগুণ লাভ হবে।’

একই গ্রামের চাষী দবীর উদ্দীন বলেন, ‘আমি আগে অন্য ফসল আবাদ করেছি। এবার ১৫ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। বাজার দর ভালো হলে বিঘা প্রতি আট থেকে দশ হাজার টাকা করে লাভ হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে।লক্ষ্যমাত্রার চেয়ে আবাদি জমির পরিমাণ বেশি। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। ভুট্টার বাজার দর ভালো পেলে চাষিরা খরচ বাদেও কয়েক গুণ লাভ করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST