মোকছেদুল ইসলাম
নওগাঁ বদলগাছীর গোবরচাপা বাজার থেকে ১০০ পিচ ইয়াবা ও ট্যাপান্টাডলসহ ০১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব-৫। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫,এর চৌকস আভিযানিক দল আজ ১৪ ফেবব্রুয়ারি রাত্রি ০১:০০ একটার সময় গোবরচাপা বাজার এলাকা হতে ১০০ পিচ ইয়াবাসহ মাদক আল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আল আমিন উপজেলার রোকনপুর গ্রামের মৃত গাজিম উদ্দিনের ছেলে।
বুধবার সকালে র্যাবের মিডিয়া সেলে সাংবাদিকদের এমন তথ্য নিশ্চিত করেন র্যাব-৫ এর কোম্পানি কোমান্ডার।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।
আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহবুবুর রহমান।