মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন জাম খলচবর কাজলা ইউনিয়নে শাহজালাল বাজার এলাকায় একজন মহিলা ভিকটিমকে আসামী মোঃ আনার শেখ (৩২) গত ২১ অক্টোবর ২০২২ ইং তারিখে ভুয়া কাজী ও স্বাক্ষীর সহযোগিতায় বিয়ে করে।
এমতাবস্থায় গত ১৭/১০/২০২৩ ইং তারিখে ভিকটিমের গর্র্ভে একটি পুত্র সন্তান জন্মলাভ করে। পরবর্তীতে ভিকটিমের স্বামী বিয়ে ও পুত্র সন্তানকেও অস্বীকার করে। উপরন্ত বাচ্চাটাকেও হত্যার হুমকি দেয়।
ভিকটিম উক্ত ঘটনায় কোর্টে অভিযোগ দায়ের করেন। কোর্টের নির্দেশ মতে ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয় ।
যার নং-০৩ তারিখ ০৫/০২/২৪, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আইনের ৯ (১)/৩০।
এই মামলাটির প্রেক্ষিতে র্যাব ছায়াতদন্ত শুরু করে। র্যাব ধর্ষককে গ্রেফতার করে আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে।
এরই ফলশ্রতিতে ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ ২২.৫০ ঘটিকায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আনার শেখ আনোয়ার শেখ (৩২), পিতা- মৃত আব্দুল হাকিম শেখ, সাং- জামথল চর, থানা- সারিয়াকান্দি, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।