মিজানুর রহমান ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় হাট বাজারের সিডিউল কেনা নিয়ে বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
১৯ ফেব্রুয়ারী সোমবার বিকালে উপজেলার গট্রি ইউনিয়নের খর্দ্দলক্ষনদিয়া গ্রামের রজ্জব আলী খন্দকার এর বাড়িতে একই গ্রামের ফরমান শেখের ছেলে সরুজ শেখ, নরু শেখ,ছিরু শেখ, মিরাজ শেখ,পিরু শেখ গংরা তাদের লোকজন নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
এই ঘটনার বিষয় নিয়ে মোঃ সাদিকুর রহমান ডালিম(৩৬) পিতা- রজ্জব আলী খন্দকার সাং খর্দ্দলক্ষনদিয়া থানা- সালথা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।
অভিযুক্তরা দেশী অস্ত্র রামদা,ছ্যান্দা,বাঁশের লাঠি,লোহার রড,কুড়াল নিয়ে ত্রাস সৃষ্টি করিয়া মহিলাদের মারধর করা সহ ভাঙচুর ও লুটপাট করে নেয় বলে মামলার বাদী সাদিকুর রহমান জানা।এছাড়া তিনি আরো জানান বিনোপদিয়া বাজারের সিডিউল কেনা নিয়ে তারা এই হামলা চালায়।
অভিযুক্তকারীদের এলাকায় কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।