বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
একুশ আমার গর্ভ একুশ আমার অহংকার একুশ আমার মায়ের ভাষা একুশ আমার অধিকার।
মহান এই শ্লোগানকে সামনে রেখে অমর একুশের চেতনা বাঙালি জাতিকে চিরদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ২১ শে ফেব্রুয়ারি বুধবার প্রথম প্রহরে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম না জানা লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ নিবেদন করেছেন খুলনা জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, খুলনা সিটি মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগ, খুলনা বিভাগীয় প্রশাসন, কেএমপি কমিশনার, ডিআইজি খুলনা রেঞ্জ, খুলনা জেলা প্রশাসন, জেলা ও মহানগর বিএনপি সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিএমএ, জাতীয় পার্টি, ওয়াকার্স পার্টি, সিপিবি, জাসদ, বাসদ, জেএসডি, খুলনা প্রেসক্লাব,খুলনা রিপোর্টার্স ইউনিট, (কেআরইউ) খুলনা সাংবাদিক ইউনিয়ন, শ্রমিক সংগঠনসমূহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
পরে সকালে নগরীতে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন প্রভাত ফেরী আলোচনা সভার আয়োজন করে চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অমর একুশে বইমেলায় ও আজ নতুন রূপ নিয়েছে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ও নানান কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা রেখে একুশের প্রকৃত ইতিহাস জানাতে এ ব্যবস্থা করা করেছে কেসিসির পক্ষ থেকে।
তাছাড়া একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক আলোচনা কবিতা আবৃত্তি দেশাত্মবোধক গান ও নতুন প্রজন্মের শিশু-কিশোরদের নৃত্যের আয়োজন করা হয়েছে।