মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। চা চাষের পাশাপাশি কফি চাষের সাফল্য দেখছেন পঞ্চগড়ের হাফিজাবাদ ইউনিয়নের বিস মনি গ্রামের সফল আদর্শ কৃষক আব্দুল হালিম, কৃষি বিভাগের সহযোগিতায় নিজ বাড়ির পাশে সুপারি বাগানের সাথে গড়ে তুলেছেন কফির বাগান। সুপারি বাগানের ফাঁকে ফাঁকে 135 টি কফির চারা রোপন করেন তিনি, তিনি আরো জানান ইতিমধ্যে আরো ৪৭ জন কৃষক কফিরর চাষ করেছেন, পঞ্চগড়ের কৃষি অফিসার জানান পঞ্চগড় জেলার মাটি কফি চাষের জন্য উপযোগী। জেলা কৃষি অফিস কফি চাষীদের নানা রকম সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা যায় কৃষক আব্দুল হালিম সুপারি বাগানের ফাঁকে ফাঁকে একটি করে কফির গাছ লাগিয়েছেন, অধিকাংশ গাছে থোকায় থোকায় ঝুলে আছে কফি ফল এবং পাকা ফল গুলো তিনি তুলে ঘরে রাখতেছেন, এই কফি ফল গুলো মেশিনের মাধ্যমে তৈরি হবে পানযোগ্য কফি।বিসমনি গ্রামের রাজা রাজিব প্রধান গণমাধ্যম কর্মীদের জানান আমার চাচা হালিম প্রধান যত্ন সহকারে কফি চাষ এবং কফি বাগানের পরিচর্যা করেন, সরকারিভাবে সহযোগিতা পেলে পঞ্চগড়ে কফি চাষের প্রতি আরো আগ্রহ বাড়বে। দূর দুরান্ত থেকে কফির বাগান দেখতে আসে মানুষ।কফি চাষী আব্দুল হালিম জানান চা চাষিরা সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না, এমনটা যেন কফি চাষের বেলায় না হয় এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার সহযোগিতায় চান।