পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল খালেক হীরা (৩৬) ও আরিফ(৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার ০৬ নং মাড়েয়া বামনহাট ইউপির মাড়েয়া বাজারে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে (২৪ ফেব্রুয়ারি ) শনিবার সকালে বোদা থানাধীন ০৬ নং মাড়েয়া বামনহাট ইউপির মাড়েয়া বাজারস্থ জনৈক মোঃ আব্দুল মতিনের পান-সুপারির দোকানের সামনে মাড়েয়া হতে আউলিয়াঘাটগামী পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি আব্দুল খালেক হীরা (৩৬) ও আরিফ(৩০) কে ২,৪০০ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৪,৮০,০০০/- টাকা সহ হাতে নাতে আটক করা হয়। আটক কৃত আব্দুল খালেক হীরা দিনাজপুর জেলার কোতয়ালী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে,এবং আরিফ একই গ্রামের মৃত কাজলের ছেলে। বোদা থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।