মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি কবরস্থান থেকে প্রায় ১৮টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শনিবার (২ রা মার্চ) রাতে উপজেলার বরংগাইল জান্নাতুল বাকি কবস্থান থেকে দৃর্বূত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার সকালে কবরস্থানে গিয়ে বিষয়টি টের পান তারা।
রোববার (৩রা মার্চ) দুপুরে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে কবরস্থানের মৃত ব্যক্তির স্বজনের কবর জিয়ারত করতে আসলে তারা দেখতে পায় কবরস্থানের কবর গুলো খোড়া রয়ছে এবং কবরস্থানের চার পাশে মানুষের শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল পরে রয়েছে। তাদের চিৎকারে আশ-পাশের বাড়ির সকলেই কবরস্থানে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানিয়রা কয়েকটা কবর খুড়ে দেখতে পায় সেখানে কোন মৃতদেহ নেই। এ ঘটনা শুনে ওই কবরস্থানে সমাহিত ব্যক্তিদের স্বজনের কান্নায় ভেঙে পরেন।এর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিলো বলে জানান তারা।
মহাদেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখতে পাই ১০টি কবর আংশিক ও ৮টি কবর খনন করা অবস্থায় রয়েছে। তবে সঠিক ভাবে বলা যাচ্ছেনা যে মোট কত গুলো কঙ্কাল চুরি হয়ে গিয়েছে।
এবিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, কতগুলো কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তা এখনো সঠিক ভাবে জানা যায়নি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।