সাব্বির আকাশঃ
মাধবপুরের পশ্চিম দূর্গাপুর মহিলা মাদ্রসার মেজকাত শ্রেনীর শিক্ষার্থী কে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুমায়ূন মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এস আই দ্বীন মোহাম্মদ মঙ্গলবার রাতে চট্রগ্রাম নগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।বুববার দুপুরে হুমায়ূন কে হবিগঞ্জ আদালতে সোর্পদ করা হয়েছে। সে উপজেলার সোয়াবই গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে।
পুলিশ জানায় হুমায়ূনের ভাই নাজমূল মিয়া ওই ছাত্রী কে মাদ্রাসা আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করে উত্যক্ত করতো। এতে সারা না দেয়ায় ২৭জুলাই ২০২৩ সন্ধ্যায় একটি দোকান থেকে বাড়ি আসার পথে একটি অটোরিকশা তুলে নিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞান কয়েকজন কে আসামী করে একটি মামলা করে ।