মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় জেলা পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই মোঃ আবু হোসেন এর নেতৃত্বে দেবীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য বিকাল অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় এস.আই (নিরস্ত্র) মোঃ আবু হোসেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন বানুর হাট বাজারে কষ্টি পাথরের মূর্তি ক্রয় বিক্রয় হবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন জন ব্যক্তি অবস্থান করছে। সংবাদটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করলে এস.আই (নিরস্ত্র) মোঃ আবু হোসেন, সঙ্গীয় এসআই/(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান, এএসআই মোঃ উমর ফারুক, এএসআই নয়ন দেবনাথ,মোঃ সাজ্জাদুল ইসলাম, আল মেহেদী,মোঃ সাইফুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখা, জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড় বানুর হাট বাজারে আশ-পাশ ও দোকানে ওৎ পেতে থাকে। একই তারিখ সন্ধা ৬.৩০ ঘটিকার সময় দুই জন ব্যক্তি হাতে একটি ব্যাগ নিয়ে দেবীগঞ্জ থানাধীন পামুলী ইউপির সরকার পাড়া মৌজার বানুর হাট বাজারের মোঃ শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দীরাম, থানা-দেবীগঞ্জ এর ফার্মেসীর দোকানে ডিবির চৌকস টিমের সদস্যগণ অভিযান পরিচালনা করে একটি ১৭ কেজি ওজনের কষ্টি পাথর (যাহার উচ্চতা ২৯ ইঞ্চি, প্রন্ত ১১ ইঞ্চি) কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি যার অনুমনিক মূল্য ৭,০০০,০০০ (সাত কোটি) টাকা সহ ১। মোঃ শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দীরাম, থানা-দেবীগঞ্জ, ২। মোঃ হাবিবুর রহমান (৪৮), পিতা-মৃত আমানত আলী, সাং- কৃষ্ণ কান্ত জোত, ৩। মোঃ শহিদুল (৫৫), পিতা- মোঃ একরামুল হক, সাং- তেঁতুলিয়া, উভয় থানা- তেঁতুলিয়া, জেলা-পঞ্চগড় হাতে নাতে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূতি একই তারিখ জব্দ করেন। উক্ত বিষয়ে দেবীগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।