মোল্লামাসুদ মীর, বাগেরহাট প্রতিনিধিঃ
মোল্লাহাটে (শুক্রবার ৮মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাচনা আশ্রয়ণ প্রকল্পে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার।
আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী আম্বিয়া জামান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক মাসুদ মীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ, নারী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।