ঢাকাSunday , 10 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
March 10, 2024 7:52 am
Link Copied!

রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের অডিটোরিয়াম হলরুমে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ আলোচনা সভা হয়।

 

আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অমিত আকঞ্জি অমির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। অন্যদের মাঝে আলোচনা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং,অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পারভিন আক্তার,পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম,সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান,এডভোকেট মানেশ সাহা,

প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার,সাংবাদিক সমিতির সহ সভাপতি মামুন রণবীর, , সহ স্থানীয় সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা কিশোর গ্যাং নির্মূল করার জন্য নানা পরিকল্পনা তুলে ধরেন। তাছাড়াও উপস্থিত লোকজন নিজ নিজ এলাকার কিশোর গ্যাং প্রতিরোধে করনীয় সম্পর্কে তাদের অভিমত প্রকাশ করেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি মোশতাক আহমেদ রুহী বলেন,আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বলতে যা বুঝি তাই করবো। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমাদের এলাকাকে মডেল এলাকা হিসেবে তৈরি করবো। এখানে কিশোর গ্যাং নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে ভূমিকা রাখতে হবে। কারা কিশোর গ্যাংয়ের সদস্য তাদের লিস্ট আমাকে দেবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এই কাজে প্রশাসন, জনপ্রতিনিধি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST