সাব্বির আকাশঃ
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুরে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।
রোববার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড, রাকিবুল ইসলামের মাধবপুর থানা,আওয়ামী লীগ, প্রেসক্লাব,রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
ও শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুর জীবন দর্শন, আদর্শ, বর্ণাঢ্য কর্মজীবন ও শিশুদের প্রতি তার ভালোবাসা নতুন প্রজন্মের কাছে বিকশিত করতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।