মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পঞ্চগড়ের বোদায় বঙ্গবন্ধুর জন্ম দিন পালিত। ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার সকাল সাড়ে ১০ টায় পরিষদ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, শিশু সমাবেশ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি , উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পৌর মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার নজির, বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু মোঃইমতিয়াজ হোসেন মির্জা, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছার রহমান জিল্লুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।