মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি আমবাগান থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৮ই মার্চ) সকালে উপজেলার উথলী ইউনিয়নের ইছাইল এলাকায় ঢাকা-পাটুরিয়া মহাড়কের পাশের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রউফ সরকার জানান, সকালে একটি আমবাগানে অজ্ঞাত ওই তরুণীর লাশ দেখতে পায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ ও র্যা ব।
তিনি আরও বলেন, নিহতের পরনে কালো রঙয়ের বোরকা ছিল। তার কপালে আঘাতের চিহ্ন ও গলায় নেকাব বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                