পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মিজানুর রহমান মিজান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
সোমবার (১৮ মার্চ) দুপুরে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (১৭ মার্চ) রাতে পুরাতন পঞ্চগড় এলাকায় এশিয়া ডিস্টিলারিজ এলাকায় তার ছবি বাধাই ঘর দোকান থেকে ফেন্সিডিল বিক্রি করার সময় তাকে আটক করা হয়। জানা গেছে, আটক মিজান পুরাতন পঞ্চগড় এলাকার মৃত মমিনুর রহমান মমিনের ছেলে।
পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে সে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক কেনা-বেচা করে আসছিলো। মাদক কেনা-বেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৪আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ক্রেতা ও সেবন কারিরা পালিয়ে গেলেও আটক হয় মিজান। পরে তার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও ১০টি খালি ফেন্সিডিলের বোতল জব্দ করা হয়। আটকের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রন্জু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী মিজান দীর্ঘদিন যাবৎ মাদক কেনা-বেচার সাথে যুক্ত। তার বিরুদ্ধে পূর্বের ১৪টি মামলা রয়েছে। একই সাথে সে পঞ্চগড়ের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।