আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে তোষা পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২১ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কালিহাতী পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এসব বিতরণ করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভুক্ত শতাধিক চাষীদের মাঝে বিনামূল্যে ওই পাট বীজ ও সার বিতরণ করেন, টাঙ্গাইল (৪) কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি.এ. আবুল কালাম আজাদ।