ঢাকাTuesday , 26 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • স্বাধীনতা দিবসে নানা কর্মসূচী পালন

    দেশ চ্যানেল
    March 26, 2024 1:51 pm
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

    নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।মঙ্গলবার সকালে শহীদ মজনু পার্কের বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা।এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া,সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজসহ সোনারগাঁ উপজেলা প্রশাসন,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ,মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের জনগণ।পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।এসময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিকে স্বাধীনতা দিবসে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করে।সেই সাথে এক চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।ফাউন্ডেশনের সংরক্ষণ কর্মকর্তা মুজাম্মেল হক মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া,সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ,ভারপ্রাপ্ত উপ-পরিচালক আজাদ সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST