শালিখা (মাগুরা) প্রতিনিধ।।
মাগুরায় বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল আয়োজিত হয়েছে গতকাল ২৯ মার্চ শুক্রবার শহরের কলেজ পারায় উন্মেষ কমিটি সেন্টারে বঙ্গবন্ধু পরিষদ মাগুরা জেলা শাখা এ আয়োজন করে। স্থানীয় সময় বিকাল ৪ঃ০০ টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে ৬:৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
বঙ্গবন্ধু পরিষদের মাগুরা জেলা শাখার আহবায় অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরিফ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য জজ কোর্ট বার শাখা বঙ্গবন্ধু পরিষদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন।
আশরাফুল ইসলাম স্বপন সদস্য বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখা।
এছাড়াও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ মাগুরা পৌরসভা শাখার অবাক মোহাম্মদ বাহারুল ইসলাম সদর উপজেলা শাখার আহ্বান মো: জিল্লুর রহমান সদস্য সচিব কামরুজ্জামান নান্নু, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোস্তাফিজুর রহমান পানু বঙ্গবন্ধু পরিষদ।
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু পরিষদ কে একটি সেবামূলক প্রতিষ্ঠান দাবি সকল শ্রেণী পেশার মানুষকে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে বঙ্গবন্ধু পরিষদের যোগদান করার আহ্বান জানান। জেলা আহ্বান ও অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ বশির আহমেদ তার বক্তব্যে বলেন খুব দ্রুতই ইউনিয়ন থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে।
তাই সর্বস্তরের নেতাকর্মীদেরকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। অবশেষে ইফতার বিতরণের মধ্য দিয়ে মোনাজাত করে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।