জেলা প্রতিনিধি ( নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো: রাশিদুল বাসার ডলারের বিরুদ্ধে অনাস্হাসহ অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় লক্ষ্মীপাশা চৌরাস্তাস্হ মধুমতী হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিবি সদস্য আকরাম হোসেন। এ সময় উপস্হিত ছিলেন সদস্য আশিকুর রহমান, আল মামুন, ওবায়দুর রহমান ।
লিখিত অভিযাগে জানা গেছে , উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ডলার কলেজের বিগত গর্ভনিং বডি ও বর্তমান গর্ভনিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কলেজের নিয়ম নীতির তোয়াক্কা না করে জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব দিয়ে কর্মচারী নিয়োগ বানিজ্যসহ কলেজের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। বর্তমান সভাপতি ক্ষমতার দাপটে শিক্ষক-কর্মচরীদের সাথে অসদাচরণ, কমিটির বিভিন্ন ক্যাটাগরীর সদস্যদের কটুক্তি করাসহ অসম্মান করেন।
দুর্নীতিবাজ ,দুব্যবহাকারী ও কলেজের স্বার্থের পরিপন্থী সভাপতির বিরুদ্ধে অনাস্হা জ্ঞাপন করে অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন ক্যাটাগরীর সদস্যরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে সভাপতির অপসারণও দাবী করা হয় ।
এ ব্যাপার নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি রাশিদুল বাসার ডলার জানান, আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করেছে। তারা যে সকল অভিযোগ তুলেছে তা বিধি মোতাবেক নয়।কোন দূর্নীতি, অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হয়। যারা এসব কথা বলেছে ওরাই দূর্নীতিবাজ।