মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
তীব্র গরমে যখন জনজীবন যখন অতিষ্ঠ তখনই বরিশালের মেহেন্দিগঞ্জে হঠাৎ বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে জনজীবনে।
আজ (৭ এপ্রিল) রবিবার সকালে হঠাৎ করে মেহেন্দিগঞ্জের আকাশে কালো মেঘ বইতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়। এর পর থেকেই টানা বৃষ্টি। মেহেন্দিগঞ্জের আকাশে কোথাও রোদের দেখা নেই। এতে স্বস্তি প্রকাশ করেছে মেহেন্দিগঞ্জ বাসী।
বরিশাল আবহাওয়া অফিস জানান, এখন কালবৈশাখী ঝড়ের মৌসুম। এ সময়টাতে তাপমাত্রা হালকা কমবে আবার বাড়বে। দিনের বিভিন্ন সময় বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে এমনটা নয়।
আজ বরিশালে সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কিছুক্ষন পরপর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।