মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
ঈদের বাকি আর মাত্র দু-এক দিন। এরই মধ্যে শুরু হয়েছে দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার ঘরমুখো মানুষের নারীর টানে বাড়ি ফেরা ।কোনোরকম ভোগান্তি ছাড়াই পাটুরিয়া ফেরিঘাট পার হচ্ছে যাত্রী ও যানবাহনগুলো।
সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বাড়লেও ভোগান্তি নেই বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্ট কতৃপক্ষ।
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এই নৌ পথে যানবাহনের সংখ্যা কমেছে অর্ধেকেরও বেশি।শান্ত নদী এবং নাব্য সংকট না থাকায় ফেরি পারাপার হচ্ছে আধা ঘণ্টায়।এবারে ফেরি ঘাটে নেই চিরচেনা যানজট। তবে গত কয়েক দিনের তুলনায় বেড়েছে যাত্রীর সংখ্যা। ছোট-বড় ১৬টি ফেরি ও ১৭টি লঞ্চ দিয়ে পার করা হচ্ছে যাত্রী ও যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ১৬টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। ঘরমুখো মানুষ স্বস্তিতে পারাপার হচ্ছে। কোনো প্রকার ভোগান্তি হচ্ছে না বলেও জানান তিনি ।