ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়ার ভেড়ামারায় পৌর ঈদগাহ কমিটির উদাসীনতায় ধুলাবালি আবর্জনার মধ্যে মনে কষ্ট নিয়ে নামাজ আদায় করলো ধর্মপ্রাণ হাজার হাজার মুসলমানরা। ঈদগাহ মাঠের অপরিচ্ছন্নতা দেখে মুসল্লীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। রুবেল নামে একজন মুসল্লী বলেন, বছরে ২ টা ঈদ কিন্তু ঈদগাহ কমিটির উদাসীনতায় এই ধুলাবালির আবর্জনার মধ্যে নামাজ আদায় করতে হলো। কমিটির কাজ কি? বছরের ২ টা দিনও কি তারা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারেনা। জাকির হোসেন নামে আরেক মুসল্লী বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ বাংলাদেশ কিন্তু সেই জায়গায় কমিটির এই উদাসীনতা কে আমরা ধিক্কার জানায়। আসলাম নামে আরেক মুসল্লী বলেন, তারা শুধু হিসাব নিয়ে ব্যস্ত কিন্তু মুসল্লীদের সেবার বেলায় কোন পদক্ষেপ নেই যা অত্যন্ত নিন্দনীয়।
সরোয়ার নামে আরেক মুসল্লী বলেন, ঈদগাহের কোন সংষ্কার নেই, নেই কোন রং করা, নেই কোন যত্ন। যদি তারা আমাদের কে মানুষ মনে করতো তাহলে ঈদগাহ মাঠ টা আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজের দিনেও নোংরা থাকতো না। ধুয়ে মুছে পরিস্কার পরিচ্ছন্ন করে রাখতো।
ইফতেখার নামে আরেক মুসল্লী বলেন, দায় সারা কাজের ফল এই ধুলাবালি আবর্জনা। এই কমিটি কে বয়কট করে নতুন কমিটি গঠনের দাবী জানাচ্ছি।
এমন শত শত মুসল্লী ক্ষোভ প্রকাশ করেছেন এবং ভেড়ামারা পৌর ঈদগাহ কমিটির এই উদাসীনতা কে ধিক্কার জানিয়েছেন।