হারুন শেখ রামপাল (বাগেরহাট) সংবাদদাতা।
বাগেরহাট জেলা রামপালে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে আবেদনের শেষ দিনে (১৫ এপ্রিল) তিনটি পদের বিপরীতে ১২ জন সদস্য মনোনয়নপত্র জমা প্রদান করেছেন বলে রামপাল উপজেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান, সাবেক সদর ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু ও ইকবাল হোসাইন (জামায়াত)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন
বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মো. আবুল কালাম আজাদ, মোল্যা মাসুদ বিল্লাল কাবিল, মেহেদী হাসান মিন্টু (বিএনপি) ও মো. আসাদুজ্জামান (জামায়াত)। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি ও সহকারী অধ্যাপক সায়েরা বেগম।
রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. সাত্তার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।