মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে
মানিকছড়িতে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জনপ্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মানিকছড়ি উপজেলা নির্বাচন অফিসে উপজেলা চেয়ারম্যান পদে ৩জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মোঃ রফিকুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান ও মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মানিকছড়ি গচ্ছাবিল বাজারের ব্যবসায়ী মোঃ আবদুল হামিদ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, মানিকছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সাময়উন ফরাজী সামু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম মাসুদ, মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবু চলাপ্রু মারমা নিলয়, বাঙ্গালী পরিষদের নেতা মোঃ মোকতাদের হোসেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার , মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুকবুল আহাম্মদ খান এর মেয়ে মোছা: নুর জাহান আফরিন লাকী।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।
মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শওকত আলী চৌধুরী জানান, আগামী ৮ই মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৪টি ইউনিয়ন নিয়ে মানিকছড়ি উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৫৫ হাজার ৭৪ জন। ৩৬টি ওয়ার্ডে ভোট কেন্দ্র সংখ্যা প্রায় ২১টি ।