পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে মামলার বাদীকে পুলিশের ভয় দেখিয়ে কাগজে স্বাক্ষর,স্বাক্ষীকে অফিস থেকে বের ও লাঞ্ছিত করার অভিযোগ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোছা.মলিহা খানমের বিরুদ্ধে।
মঙ্গলবার সদর উপজেলার ভূমি অফিসে এ ঘটনা ঘটে।এ ঘটনায় বুধবার (১৭ এপ্রিল)ভুক্তভোগী লূৎফর রহমান জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।ভুক্তভোগী সদর উপজেলার জামুরী বাড়ি এলাকার মৃত তফিজ উদ্দিনের ছেলে।
অভিযোগ থেকে জানা যায়,লুৎফর রহমান পেশায় একজন ভ্যান চালক আদালতের একটি মামলার বাদী তিনি।সেই মামলার তদন্ত কারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) পঞ্চগড়।মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তদন্তের দিন ধার্য করা হয় উপজেলা ভূমি অফিসে।স্বাক্ষীগণসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয় বাদী।
তদন্তকারী কর্মকর্তা আসামী দুইজন তার দপ্তরের হওয়ায় মামলার সঠিক বর্ণনা ও বয়ান গ্রহন না করে তাদেরকে মামলা থেকে রেহাই দিতে ইচ্ছামত মনগড়া বয়ান স্বাক্ষ্য হিসেবে লিপিবদ্ধ করে বাদীকে পুলিশ এনে ভয়ভীতি, হেনস্থা ও লাঞ্ছিত করে কাগজে সই স্বাক্ষর করতে বাধ্য করেন।অভিযোগে বলা হয়েছে,তদন্ত কারী কর্মকর্তা বাদীর স্বাক্ষী ভাগনী জামাই তোফায়েল হোসেন কে দালাল সহ বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগাল করে অফিস থেকে ধমক দিয়ে বের করে দেয়া হয়।
ভুক্তভোগী লূৎফর রহমান জানান, ১৪ টি দাগে ৯৩ শতক জমি কেনা।আমার
নাম ঠিকানা ব্যবহার করে মাহাবুব, অমরখানা ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমানের সহযোগিতায় জমির পরিমাণ ঠিক রেখে দাগ নম্বর পরিবর্তন করে খারিজ করে।পরে জমি দখল করার চেষ্টা করে মাহাবুব।বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছি।তিনি তদন্তকারী কর্মকর্তা ও মামলার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহন করার জোর দাবী জানান।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোছা.মলিহা খানম জানান,অভিযোগের বিষয়টি শুনেছি,তবে ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্তব্য করতে রাজি হয়নি।