মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি:
ঐতিহাসিক পাহাড় পুর বৌদ্ধ বিহারে, পর্যটকদের সুযোগ সুবিধা নিয়ে, আজ ২৩ শে এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রশাসকের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্বে নওগাঁ জেলা প্রশাসক মোঃগোলাম মওলা,প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের মুহাম্মদ জাবের,প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।আর-ও উপস্থিত ছিলেন মোঃরাসেদু হক নির্বাহী প্রোকৌশলী সরক ও জনপদ মোঃতোফায়েল আহমেদ নির্বাহী প্রোকৌশলী এল ইজিডি , রাজিয়া সুলতানা প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষোধ,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃআহসান উল্লা জামান, মোঃআব্দুল করিম এডিসি,শিক্ষা ও আই সিটি,নওগাঁ জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান,নির্বাচিত জন প্রতিনিধি ও ট্যুরিস পুলিশ কর্মকর্তা।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ, ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধিগন। প্রধান অতিথি অতিরিক্ত সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন,নওগাঁ ঐতিহাসিক পাহাড় পুর বৌদ্ধ বিহারে যদি আমরা সুন্দর ভাবে কাজ করে, দেশ বিদেশে প্রচার করতে পারি তাহলে এখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। সেখানে ট্যুরিসদের সুযোগ সুবিধার জন্য যা যা করার দরকার আমরা করবো।ইতিমধ্যে উন্নয়ন প্রকল্পে বেশ কিছু অর্থ বরাদ্দ হয়েছে। বিভিন্ন বক্তার পয়েন্টের প্রতি উত্তরে সভাপতি ও নওগাঁ জেলা প্রশাসক মোঃগোলাম মওলা বলেন,বিদেশের বিভিন্ন ট্যুরিষ্ট পয়েন্টের কথা উল্লেখ করে বলেন,পাহাড় পুর বৌদ্ধ বিহারে, ভালো আবাসিক হোটেল , রেষ্টুরেন্ট, শৌচাগার ও নিরাপত্তার ব্যাবস্হা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নওগাঁর আম আজ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে ও নওগাঁ জেলার বিভিন্ন খাবারের মান উন্নয়ন করতে হবে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ট্যুরিষ্ট আসবে, তাদের দেশের ঐ মানের খাবার যেন আমরা পরিবেশন করতে পারি। এ বিষয়ে আমাদের যোগ্য লোক তৈরী করতে হবে। এসব প্রশিক্ষনের জন্য যা যা করণীয় নওগাঁ জেলা প্রশাসনের পক্ষে সহযোগিতা করা হবে।