শালিখা,মাগুরা প্রতিনিধি:
সার্জন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাগুরা দুই বছর মেয়াদি বিশেষজ্ঞ সার্জন ডাক্তারদের ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় । এ সময় সকল সার্জন ডাক্তারদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিক্রমে ২৭শে এপ্রিল ২০২৪ শনিবার মাগুরা সার্জন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মাগুরা অফিসে একটি দুই বছর মেয়াদি সকল ডাক্তারদের সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। নতুন এই ৩১ সদস্যের উক্ত কমিটির নবনির্বাচিত সভাপতি হয়েছেন ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস
সহ-সভাপতি:
ডাক্তার মোঃ মুক্তাদুর রহমান
ডাক্তার অপূর্ব কুমার বিশ্বাস
ডাক্তার তপন কুমার রায়
ডাক্তার শাহাজাদ সেলিম।
সাধারণ সম্পাদক: ডাক্তার মোঃ শফিউর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক:
ডাক্তার বিশ্বনাথ কুণ্ডু
ডাক্তার কাজী রেজাউল ইসলাম
ডাক্তার মোঃ আলি আজম। সাংগঠনিক সম্পাদক:ডাক্তার মোঃ রবিউল ইসলাম
দপ্তর সম্পাদক : ডাক্তার অমরেন্দ্র নাথ দেউরি।
অর্থ সম্পাদক: ডাক্তার মোঃ রকিবুল ইসলাম
প্রচার সম্পাদক: ডাক্তার মোঃ মাসুদুল হক
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ডাক্তার নাকিবা সুলতানা
মহিলা বিষয়ক সম্পাদক: ডাক্তার শামসুন্নাহার লাইজু
সহ মহিলা বিষয়ক সম্পাদক: ডাক্তার দিলার আকবার লাবনী।
সাধারণ সদস্য
ডাক্তার মোঃ এনামুল কবির
ডাক্তার সৈয়দা সালিমা জিনান
ডাক্তার শ্রী নন্দদুলাল বিশ্বাস
ডাক্তার শবনম মোস্তারী
ডাক্তার মোঃ শহিদুর রহমান
ডাক্তার মোঃ হাফিজুর রহমান পাভেল
ডাক্তার অনন্যা শাঁখারী
ডাক্তার মোঃ আরিফুর রহমান
ডাক্তার মোঃ খাইরুল বাশার।উক্ত কমিটির নবনির্বাচিত সভাপতি ডাক্তার অখিল রঞ্জন বিশ্বাস বলেন কমিটির মুখ্য উদ্দেশ্য রোগীদেরকে সঠিকভাবে চিকিৎসা প্রদান করা এবং যাতে কোন সার্জারি রোগী ক্লিনিক বা স্বাস্থ্য কেন্দ্র থেকে সঠিকভাবে চিকিৎসা পাই। এবং বিশেষজ্ঞ ডাক্তারদের মাঝে লুকিয়ে রয়েছে অসংখ্য ভুয়া ডাক্তার যার কারণে চিকিৎসা ব্যবস্থার দুর্নাম হচ্ছে সে দিকে সঠিক ভাবে আমাদের নজর রাখতে হবে।