ঢাকাMonday , 6 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

সাঁথিয়ায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।

Link Copied!

এম,এ হাই,সাঁথিয়া প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় ব্যাংক ব্যবস্থাপকের বাড়ির সকল সদস্যকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার বিষয়ে মুখ না খুলতে ডাকাত দল যাওয়ার সময় পরিবারের সদস্যদের কোরআন শপথ করান।

জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের বাসিন্দা ও আতাইকুলা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনজুরুল ইসলামের বাড়িতে রোববার রাত আড়াইটায় রান্নাঘরের গ্রিল কেটে ০৭ জনের একদল ডাকাত প্রবেশ করে। মুখোশধারী ডাকাতরা মনজুরুল ইসলাম, তার স্ত্রী ও কন্যাকে হাত- পা বেঁধে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে। জিম্মি অবস্থায় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নেয়। আলমারি থেকে নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনা কাউকে না বলার জন্য ডাকাতরা যাওয়ার সময় ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন শরীফ রেখে শপথ করায়।জনতা ব্যাংকের ব্যবস্থাপক মনজুরুল ইসলাম জানান, ডাকাতরা ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কিছু বুঝে উঠার আগেই তারা আমাদের হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরির্দশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST