রফিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নীরা(সাদ্দাম আকঞ্জি)। তিনি এ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন।
বুধবার (৮ মে) ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল। এর আগে এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী,চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা (সাদ্দাম আকঞ্জি) মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান কই মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১৪২ ভোট। এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক পারভীন আক্তার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৪ ভোট। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামি লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হক আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৮৭ ভোট। সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সদস্য কামাল পাশা কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৬৫ ভোট। যুবলীগ নেতা ফারুক আহমেদ হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৬১ ভোট। কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হুদা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞাঁ তালা প্রতীকে ৪১ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছায়েদুর রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮১৪ ভোট। আরেক প্রার্থী আব্দুল কাঈয়ুম খান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৭ ভোট।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার হাঁস প্রতীকে ২৫ হাজার ৫০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিয়া সুলতানা জবা ফুটবল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯৫৮ ভোট। এ ছাড়াও আরেক প্রতিদ্বন্দ্বী তহুরা বেগম কলস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৮৮১ ভোট।
মোট ৬১টি কেন্দ্রের ১ লাখ ৯৯ হাজার ৪৭০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬২ হাজার ৯৩৯ ভোটার। বৈধ ভোটের সংখ্যা ৬০ হাজার ৩৭১। বাতিল হয়েছে ২ হাজার ৫৬৮ ভোট।