মোঃ আশরাফুল ইসলাম.
টানা এক মাসেরও বেশি সময় ধরে অসহ্য তাপদাহের পর সারাদেশে নেমেছে স্বস্তির বৃষ্টি । কোথাও কোথাও বজ্রমেঘসহ চলছে কালবৈশাখীর তাণ্ডব ।তাপমাত্রা কমে প্রশমিত হচ্ছে উত্তাপের দাপট।
এক শ্বাসরুদ্ধকর গরম থেকে মানুষ কিছুটা প্রশান্তি বোধ করছে। খুলে দেওয়া হয়েছে স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। মানুষ স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত হয়ে উঠেছেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত,শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বেড়েছে। এতে প্রাণহানিসহ ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের পাকা ধান।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধিসহ বাড়বে বজ্রপাত, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল সেগুলো প্রশমিত হবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।