ঢাকাThursday , 9 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • সিরাজগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা।

    Link Copied!

    নজরুল ইসলাম:

    সিরাজগঞ্জে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে দুটিতে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও একটিতে নতুন প্রার্থী বিজয়ী হয়েছেন।

     

    বিজয়ীরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, কাজিপুরে খলিলুর রহমান সিরাজী ও বেলকুচিতে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার।

     

    সিরাজগঞ্জ সদর উপজেলার বেসরকারি ফলাফলে ১৭১টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে মো. রিয়াজ উদ্দিন ৪৭ হাজার ৮৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বদ্বী জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল পেয়েছেন ৪৩ হাজার ৯৮৪ ভোট। রিয়াজ উদ্দিন ৩ হাজার ৮২৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

     

    কাজিপুর উপজেলায় চেয়ারম্যান পদ আবারও বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ উপজেলার ১২২টি কেন্দ্রের ফলাফলে আনারস প্রতিকে খলিলুর রহমান সিরাজী ৪৫ হাজার ১৩১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আশরাফুল আলম ঘোড়া প্রতীক ভোট পেয়েছেন ২৭ হাজার ৬৮৪ ভোট।

     

    অপরদিকে বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মোহাম্মাদ আমিনুল ইসলাম সরকার। তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকির পেয়েছেন ৪৯  হাজার ৩৫৭ ভোট।

    বুধবার (০৮ মে) রাত ১০ টায় সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্কতা ও জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST