ঢাকাSaturday , 11 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর থেকে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

Link Copied!

জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর থানাধীন জমিদার পাড়া এলাকা হতে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।

 

র‍্যাব -৬ ঝিনাইদহ ক্যাম্প সুত্রে জানা যায়,

শুক্রবার(১০ এপ্রিল) র‍্যাব-৬, সিপিসি- ২, ঝিনাইদহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ভগবতীতলা গ্রামের আবুল হোসেন সিকদারের বাড়ির সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গভীর রাতে মহেশপুর থানাধীন ভগবতীতলা গ্রামের মোঃ আবুল হোসেন সিকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী নতুন কোলা গ্রামের আতিয়ার রহমানের পুত্র আক্তারুল (২৭) কে ও মোঃ আক্তারুল ইসলাম (২৭) এবং ভগবতীতলার মৃত মোতালেব সরদারের পুত্র শরিফুল (৩০) কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৯৩ বোতল ফেনসিডিল ০২টি মোবাইল নগদ ৯২০/- টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST