ঢাকাMonday , 13 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নির্বাচনের ভেল্কিবাজী সেই শিক্ষক আমিনুর বরখাস্ত।

    দেশ চ্যানেল
    May 13, 2024 11:12 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক:

    সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও মামলায় কারাগারে অবস্থান করায় শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
    আজ (১৩ মে) সোমবার সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ এর স্বাক্ষরিত একটি পত্রে এ আদেশ দেন।
    সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে গোপন বৈঠক করার অভিযোগে ৫ জন প্রিজাইডিং কর্মকর্তা ও এদের সমন্বয়ক  শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর ইসলাম ইসলামকে গ্রেপ্তার করা হয়।

    এদিকে প্রিসাইডিং কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগেটির সত্যতা মেলায় সংবাদ সম্মেলন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
    পরে বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ সদর আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বেলাল হোসেন জামিন মঞ্জুর করেন।

    অফিস আদেশে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো: আমিনুর ইসলাম এর
    বিরুদ্ধে জেলা নির্বাচন অফিসার, সিরাজগঞ্জ ও রির্টানিং অফিসার, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন- ২০২৪ বাদী হয়ে এজাহার দায়ের করলে সিরাজগঞ্জ সদর থানার মামলা নং ১৩ তারিখ : ৬/০৫/২০২৪ খ্রি: ধারা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৩ এর
    উপবিধি৬৯(২)/৭০(২)/৭১(৩)/৭৯ তৎসহ ১৭১-৫ পেনাল কোড রুজু করা হয় এবং উক্ত সহকারী শিক্ষক জনাব মো: আমিনুর ইসলাম, ৬/০৫/২০২৪ ইং তারিখে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে জেল হাজতে অবস্থান করায় বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর
    বিধি ৭৩ এর নোট (২) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস মেমোরেন্ডাম নং ED (Reg)-V1)/s-123/78/115(500) তারিখ: ২১ নভেম্বর ১৯৭৮ অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষককে 06/05/2024 খ্রি. তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

    জানা যায়, গত (৫মে) রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার কাদাই এলাকার গার্ডেন প্যালেস রিসোর্টের অভ্যন্তরে সিরাজগঞ্জ সদর উপজেলার তালিকাভুক্ত কতিপয় প্রিজাইডিং কর্মকর্তারা একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য গোপন বৈঠক করছেন। সংবাদ পাওয়ার পরই সেখানে পুলিশ, জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের সমন্বয়ে অভিযান চালানো হয়। কিন্তু তাৎক্ষণিক ঘটনাস্থলে তাদের পাওয়া যায়নি। অভিযানকালে ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ ও ওই প্রতিষ্ঠানের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST