তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে গোলাপ ভূঞা মার্কেটের ৫টি দোকান ও ৩টি বসতঘরের পুড়ে ছাই হয়েছে গেছে। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুর ১২ টা ৩০ মিনিটে মার্কেটের পেট্রোল ব্যবসায়ী সাচাইল গ্রামের আবদুল হাই’র ছেলে রাজন মিয়ার দোকানে সিগারেটের আগুন পেট্রোলের কন্টেইনারে পড়ে যায়। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠে। আর তা থেকেই আগুন আশপাশে ছড়িয়ে যায়। এসময় চারিদিকে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়।
খবর পেয়ে তাড়াইল থেকে ২টি, করিমগঞ্জ থেকে ১টি , কিশোরগঞ্জ সদর থেকে ১টি এবং নান্দাইল থেকে ১টি মোট ৫টি সার্ভিসের গাড়ী গিয়ে ফায়ার সার্ভিস সদস্যারা ঘটনাস্থলে এসে তাড়াইল থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির পরিমান ৯ লাখ ছাড়াবে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
মার্কেটের মালিক আজহারুল ইসলাম গোলাপ, আলেক মিয়া, আসাদ মিয়া, রফিক মিয়া ও শফিক মিয়া বলেন, আমাদের দোকানপাট ও বসতঘর আগুনে সব আসবাবপত্র পুড়ে গেছে। আমরা নি:স্ব ও সহায়-সম্বলহীন হয়ে গেলাম।
কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মাদ এনামুল হক জানান, রাজন মিয়ার দোকানের পেট্রোলের কন্টেইনারে বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন লাগে। আগুনে ৫টি দোকান, ৩টি বসতঘরের বেশির ভাগ অংশই পুড়ে যায়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি তবে জানার চেষ্টা চলছে।