আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে প্রশাসনের উদ্যোগে কৃষক ও খেটে খাওয়া দিনমজুর মানুষকে তাপপ্রবাহ থেকে সস্তি ও সচেতন করার লক্ষ্যে এ সমস্ত মানুষের মাঝে ছাতা,স্যালাইন,গ্লুকোজ ও পানির পট বিতরণ করা হয়েছে। আজ (১৪ মে) মঙ্গলবার ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরেঘুরে এসমস্ত সামগ্রী বিতরণ করেন।
জানা যায়, ১৪ মে আজ থেকে(২৫২) দুই শত বায়ান্ন বছর পূর্বে কালেক্টর বা জেলা প্রশাসকের পদটির যাত্রা শুরু হয়। এ দিনটিকে স্মরনীয় করে রাখার জন্য মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান এর পক্ষ থেকে প্রান্তিক কৃষক ও খেটে খাওয়া দিনমজুর মানুষকে তীব্র তাপপ্রবাহ থেকে একটু সস্তি ও সচেতন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও’র) মাধ্যমে এ সমস্ত সামগ্রী বিতরণ করা হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কানিজ আফরোজ বলেন, আজ ১৪ মে, আজ থেকে ২৫২ দুই শত বায়ান্ন বছর পূর্বে কালেক্টর বা জেলা প্রশাসক এর যাত্রা শুরু হয়। তাই জেলা প্রশাসক মহোদয় এই দিনটি স্মরনীয় করে রাখতে, তীব্র তাপদাহ থেকে কৃষক ও খেটে খাওয়া দিনমজুর যারা তাপপ্রবাহের মধ্যে খোলা যায়গায় কাজ করে,তারা কিছুটা হলেও একটু সস্তি লাঘব করতে পারেন,এজন্য তাদের মাঝে ছাতা, পানির পট, স্যালাইন ও গ্লুকোজ বিতরণ করা হচ্ছে।