ঢাকাThursday , 16 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে বাজারে অগ্নিকাণ্ড, ৪ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে।

দেশ চ্যানেল
May 16, 2024 10:55 pm
Link Copied!

রশিদুল ইসলাম কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি( লালমনিরহাট)

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজারে বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে অগ্নিকাণ্ডে ২০ দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে দোকানে থাকা মালামাল পুড়ে গেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা তুষভান্ডার পাশা মার্কেটে দুপুরে স্থানীয় পল্লী চিকিৎসক সবুজের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। সেই আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পরে আদিতমারী ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা না গেলেও ব্যবসায়ীরা দাবি করেন, এতে তাদের কয়েক কোটি ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

 

তুষভান্ডার বাজার বণিক সমিতির সভাপতি আবু তালেব মিলু বলেন, তুষভান্ডারের পল্লী চিকিৎসকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। সেই আগুনে বাজারের গালামাল, কসমেটিক, চায়ের দোকানসহ ছোট-বড় ২০টি দোকান পুড়ে যায়।

 

ফায়ার সার্ভিস লালমনিরহাটের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াদুদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে সেখানে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুনের তীব্রতা বাড়লে আদিতমারি ফায়ার সার্ভিস থেকে টিম ডাকা হয়। পরে চারটি ইউনিট একসঙ্গে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST