মো: তুহিন আলম রেজুয়ান :
নবীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ১টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ মে) ভোর রাতে পৌর এলাকার (০৫ নং ওয়ার্ড) এর বড় কান্দি গ্রামে কে বা কাহারা রাতের আধারে খালি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটায়, এ ঘটনায় সকাল মিয়া ঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র পুড়ে চাই হয়ে যায়। রাতে কারেন্ট না থাকা অবস্থায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে আগেই স্থানীয় এলাকাবাসী মিলে ভয়াবহক অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে ১টি বসত ঘরসহ ঘরে থাকা সব মালামাল জ্বলে নষ্ট হয়ে যায়। ক্ষতিগস্ত সকাল মিয়ার মেয়ে ও স্থানীয় এলাকাবাসী জানান, আগুনের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কিন্তু ততক্ষণে ঘরের সব জিনিসপত্র পুড়ে গেছে। ঘর থেকে আমরা কেউ কোন জিনিসপত্র বের করতে পারিনি অসহায় সকাল মিয়া ও তার পরিবারের সকল নিঃশ্ব হয়ে গিয়েছে। এলাকাবাসী আরো জানান, সকাল মিয়া আমাদের গ্রামের অসহায় লোক সে পেটের তাগিদে ঢাকায় থেকে কাজ করে। এই সুযোগে পূর্বের শত্রুতার ধরে কে বা কাহারা এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় অসহায় সকাল মিয়ার অনুমান প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় সকাল মিয়া এই প্রতিবেদককে মটো ফোনে জানন, আমি পেটের তাগিদে ঢাকায় চাকরি করি, আমার মেয়ে একা বাড়িতে থাকে আমার মেয়েকে প্রাণে হত্যার জন্য এ ধরনের অগ্নিকাণ্ড করা হয়। ভাগ্যক্রমে গতকাল আমার মেয়ে ঘরে ছিল না তাই সে প্রাণে বেঁচে গেছে। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এ এস আই বদরুল হাসান সহ একদল পুলিশ পরিদর্শন করে। এময় উপস্থিত ছিলেন, (০৫ নং ওয়ার্ড) এর কাউন্সিলর লুৎফুর রহমান মাখন ও সাংবাদিক মো: সফিকুল ইসলাম নাহিদ, সফিক মিয়া, ইসমত মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।