ঢাকাMonday , 20 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

চকরিয়ায় মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২জন কলেজ ছাত্র নিহত।

Link Copied!

মোঃ আরফাত সানি কক্সবাজার জেলা প্রতিনিধি:

শনিবার(১৯মে) রাতে চট্রগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের চকরিয়া মাতামুহুরী ব্রীজ সংলগ্ন জমজম হাসপাতালের সামনে স্থানে ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে  দুই জন কিশোর কলেজ  ছাত্র  মোহাম্মদ মোস্তফ (১৭) ও আবদুল্লাহ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী মোস্তফা চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা মৌলভীরচর এলাকার জিয়া উদ্দিনের পুত্র ও চকরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও অপর নিহত আবদুল্লাহ একই এলাকার ছিদ্দিক মেস্ত্রীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ১০:৩০ সময় নির্বাচনী সমাবেশ থেকে মোটরসাইকেল যোগে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ মোস্তফ ও তার সহপাঠী আবদুল্লাহ চকরিয়া পৌরশহরে ফেরার পথে বিপরীতদিক থেকে আসা ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মহাসড়কের  মাতামুহুরী ব্রীজ সংলগ্ন জমজম হাসপাতালে অদূরে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী মোস্তফা ঘটনাস্থলে নিহত হয়। অপর মোটরসাইকেল আরোহী আবদুল্লাহকে ঘটনাস্থল থেকে আহতবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার
(পুলিশ পরিদর্শক) মাহবুবুল হক ভূঁইয়া কাছে জানতে চাইলে তিনি বলেন,তবে দুর্ঘটনার পরপরই ডাম্পার গাড়িটি নিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়িটি জব্দ করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব বলে জানায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST