মোঃ মুন্না আলী পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে রাজশাহীর পুটিয়াতে সোমবার (২৭/৫/২০২৪) আনুমানিক সকাল ৫ টার দিক থেকেই হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি ও বয়ে যাচ্ছে দমকা হাওয়া।
সকাল (৫) টা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হওয়া বয়ে যাচ্ছিল। আনুমানিক( ১০.৩০) এর দিকে গুড়ি গুরি বৃষ্টি থেমে গেলেও দমকা হাওয়ার বেগ আরো দিগুণ হয়ে উঠে।
আবার বেশ কিছুক্ষণ পর আনুমানিক (১১) টার দিকে দমকা হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।
এ দুর্যোগের কারণে ভোগান্তিতে পরেছে কৃষক শ্রমিক সহ বিভিন্ন প্রেসার মানুষরা। এই দুর্যোগ এর কারণে। কর্মস্থলে পৌঁছাতে পারেন নি অনেকেই।
দমকা হওয়ার কারণে আম ঝরে যাওয়ার আশঙ্কা করছে আম চাষিরা । দমকা হওয়ার বেগ খুব একটা বেশি না। তাই বেশি ক্ষতি না হলেও অল্প ক্ষতির আশঙ্কা করছেন আম চাষীরা। আরো রয়েছে ধান ভুট্টা এগুলো ফসলেরও ব্যাপক ক্ষতির হবে বলছেন কৃষকরা ।